শিশু বিকাশের ডোমেইন

23 ডিসেম্বর, 2024
None None
শিশু বিকাশের ডোমেইন

মাদরাসা দারুল ফালাহ দক্ষিণ ধল্লা তে প্লে ও নার্সারী শ্রেনিতে প্রাক - প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। আমরা প্রাক - প্রাথমিকের বয়স নির্ধারন করেছি ৪-৬ বছর। এই বয়সের বাচ্চাদের কাঠামো গত শিক্ষার পাশাপাশি পরবর্তী ধাপ তথা প্রাথমিকের জন্য শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, ও শিক্ষা গত দিক তৈরি করাই মুল লক্ষ্য। এগুলোকেই শিশু বিকাশের ডোমেইন বলা হয়।

 

ব্লগ তালিকায় ফিরে যান